সাগরে তিন দিন ধরে ভাসছেন ১৭ জেলে
বঙ্গোপসাগরে এফ বি মা নামের একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলে তিন দিন ধরে মান্দারবাড়িয়া এলাকায় ভাসছেন। ওই ট্রলারের মাঝি মো. জামাল মিয়া আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁদের সাগরে ভেসে থাকার বিষয়টি মহাজন ব্যবসায়ীনেতা গোলাম মোস্তফা চৌধুরীকে জানান।
সাগরের বেশিরভাগ স্থানে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় এ কয়দিনের মধ্যে শুধু এ কথাটুকুই মাঝি জানাতে পেরেছেন। ট্রলারে থাকা ১৭ জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
উপকূলের জেলে মহাজন মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনা জেলার পাথরঘাটার বাদুরতলা গ্রামের সালামের মালিকানাধীন এফ বি মা ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে গত ১০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য সাগরে যায়। ছেড়ে যাওয়ার দুই দিন পর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ভাসমান অবস্থায় রয়েছে।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমান মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা তথ্য পেয়েছি। তাদের উদ্ধারের জন্য মোংলা কোস্ট গার্ডের সদস্যরা কাজ শুরু করেছেন। বঙ্গোপসাগরের যে এলাকায় ট্রলারটির বিকল হয়েছে, সেই এলাকা বাগেরহাট জেলার অন্তর্গত। তাই মোংলা কোস্ট গার্ড স্টেশন তাদের সন্ধান শুরু করেছে এবং একাধিক টিম কাজও করছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেপ্টেন্যান্ট মুনতাসীর ইবনে মহসিন বলেন, ‘বিষয়টি আমরা দেখছি।’