আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগনেতা নিহত, আহত ১০
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগনেতা নিহত ও দশজন আহত হয়েছেন। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ নেতা হুমায়ুন চেয়রাম্যান ও অপর আওয়ামী লীগ নেতা কাইয়ুম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ১০-১১ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হুমায়ূন গ্রুপের নিজাম সরকার নামের একজন মারা যায়। নিহত নিজাম সরকার চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খন্দকার আশফাকুজ্জামান আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।