শেরপুরে বজ্রপাতে শিশু নিহত, আরেকজন আহত
শেরপুর জেলা সদরের সাপমারি গ্রামে আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বজ্রপাতে শাহ পরাণ নামে আট বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোরসালিন নামে আরও এক শিশু আহত হয়েছে। নিহত মাদরাসা শিক্ষার্থী শাহ পরাণের বাবার নাম মঞ্জু মিয়া।
নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায় , আজ দুপুরে বাড়ির সামনে খোলা মাঠে মঞ্জু মিয়ার ছেলে শাহ পরাণ অন্যান্য শিশুদের সাথে খেলছিল। এ সময় বজ্রপাত ঘটলে শাহ পরাণ ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত মোরসালিনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোরসালিন সাপমারি গ্রামের মোমিন মিয়ার ছেলে।