মেট্রোরেলে ঢিল : মামলার প্রতিবেদন ১ নভেম্বর দাখিলের নির্দেশ
ঢিল ছুড়ে মেট্রোরেলের একটি কোচের জানালার কাঁচ ভেঙে দেওয়ার ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। এদিন আদালতে প্রতিবেদন না আসায় বিচারক নতুন দিন ধার্য করেছেন।
এ ঘটনায় গত ১ মে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধির ৪২৭ ধারায় মামলা করেন।
এজাহার থেকে জানা গেছে, গত ৩০ এপ্রিল বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে স্টেশন কন্ট্রোলারের (মিরপুর-১০) মাধ্যমে সামিউল জানতে পারেন, আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়ার পূর্বপাশ থেকে অজ্ঞাত পরিচয়ের কেউ বা কয়েকজন ঢিল ছোড়ে। এতে মেট্রোরেলের একটি জানালার কাঁচ ভেঙে যায়। এতে ক্ষতির পরিমাণ অনুমানিক ১০ লাখ টাকা।
এজাহারে আরও বলা হয়, এই মামলার বাদী তাৎক্ষণিকভাবে কাজীপাড়া স্টেশনে উপস্থিত হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেন। তিনি একজন প্রত্যক্ষদর্শী ও মেট্রো ট্রেনের অন্যান্য কর্মচারীদের কাছ থেকে জানতে পারেন, গত ৩০ এপ্রিল বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে কাফরুল থানার কাজীপাড়া স্টেশনে প্রবেশের মুখে (পূর্বপাশ) রেলওয়ে ট্র্যাকের ওপর অজ্ঞাতপরিচয় আসামি বা আসামিরা পূর্ব পাশ থেকে ঢিল ছোড়ে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেনের (রেক-৪) তৃতীয় কোচের জানালার একটি গ্লাস ভেঙে ফেলে। এরপর বাদী বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।