বিএনপির কর্মসূচি এখন জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির কর্মসূচি এখন জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেছেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ হলেও দেশে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র নেই।
ময়মনসিংহে ১ অক্টোবর রোডমার্চ কর্মসূচি সফলে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অফিসে পেশাজীবীদের সভায় প্রিন্স এসব কথা বলেন।
সভায় বিএনপির সহসাংগঠনিক সসম্পাদক ওয়ারেস আলী মামুন, কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দলের সাধারণ সস্পাদক ড. আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, নগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেতাহার হোসেন তালুকদার, সম্মিলিত পেশাজীবি সমন্নয় পরিষদের সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, পাঁচ অক্টোবর পর্যন্ত বিএনপির ঘোষিত গুচ্ছ কর্মসূচির অংশ রোডমার্চ।’ পহেলা অক্টবরে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ঘোষিত রোডমার্চ সফল করতে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র নেই। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই জনগণের রাষ্ট্রে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য এসব জনমুখী কর্মসূচি নিয়েছে বিএনপি। বিএনপির কর্মসূচি এখন জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে।’