ময়মনসিংহে কৃষকের মাঝে বাউ মিষ্টি আলুর চারা বিতরণ
ময়মনসিংহে শতাধিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের বাউ মিষ্টি আলু-৫ এর চারা বিতরণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
আজ রোববার (৮ অক্টোবর) দুপুরে বাকৃবি ক্যাম্পাসে কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে বাকৃবি ভিসি অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী আরও বলেন, ‘আলু-সবজি জাতীয় হলেও এটি ভাতের বিকল্প হিসেবেও জনপ্রিয়। পুষ্টি বিবেচনায় আলু ফাইবার জাতির খাবার। ১০০ গ্রাম চালে তিন মিলিগ্রাম ক্যালসিয়াম, আর আলুতে ৩৮ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ই ও কে এবং খনিজ পদার্থ রয়েছে। আলু রাতকানা রোগ, হাড়ের ক্ষয়সহ জটিল রোগ প্রতিরোধ করে। আলুর জনপ্রিয়তা বৃদ্ধিতে কৃষি সম্প্রসারণ বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
সিআইপির অর্থায়নে বাকৃবির একদল গবেষকের উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাউ মিষ্টি আলু-৫, ২০২৩ সালে কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখা থেকে নিবন্ধিত হয়ে কৃষকের মাঝে চাষাবাদের জন্য ছাড় করা হয়। ৯০ দিন জীবনকালে এ আলু সারা বছর চাষযোগ্য এবং হেক্টরপ্রতি ৩০ টনের বেশি ফলন হয়।
কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান অধ্যাপক ড. জি এইচ এম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিষ্টি আলুর প্রধান গবেষক অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান রবিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. দেবাশীষ চন্দ, বাকৃবি বাউরেস পরিচালক প্রফেসর ড. মাহফুজা বেগম, বিনা পরিচালক ড. মো. আব্দুল মালেক, কৃষি সম্প্রসাণ বিভাগের অতিরিক্ত পরিচালক ড. সুশান্ত কুমার প্রমানিক।