‘স্থানীয় সরকার’ আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন
মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার
‘স্থানীয় সরকার’ আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। এতে করে মেয়াদত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, ‘অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন আয়োজন করা হতো না। এখন মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে।’
ইউনিয়ন পরিষদের সচিবের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান সচিব।