দেশি-বিদেশি চাপে বেশামাল সরকার : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশি-বিদেশি চাপে সরকারের মাথা নষ্ট হয়ে বেসামাল আচরণ করছে। তারা পাগলের প্রলাপ বকছে। আজ শনিবার (১৪ অক্টোবর) ময়মনসিংহে অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এই অনশনের কর্মসূচি পালিত হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে প্রিন্স বলেন, ‘তলে তলে সমঝোতা হয় না, ষড়যন্ত্র হয়। বিদেশিদের সঙ্গে আপোষ করতে গিয়ে ব্যর্থ হয়ে এখন সন্ত্রাসের ভাষায় উসকানিমূলক ভাষণ দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মোটেই মৃত নয়, জীবন্ত ইস্যু। আওয়ামী লীগ তত্বাবধায়ক সরকারের ইস্যুকে যতই চাপা দেওয়ার চেষ্টা করুক না কেনো, তা জেগে উঠবেই। তাদের ভোট চুরির কারণেই জনগণের মধ্য থেকে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি উঠেছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে দলের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকে জনগণ ক্ষমা করবে না। সরকার ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচতে দিতে চায় না। তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ভয় পায়। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা বেগম জিয়ার সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়।’
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সরোয়ার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন, বিএনপির বৈদেশিক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, কাজী রানা, শাহ্ শিব্বির আহমেদ বুলু প্রমুখ।