ময়মনসিংহে আ.লীগের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন। আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
আজ বিকেল সাড়ে ৩টায় সরকারের ‘উন্নয়ন অগ্রযাত্রা ও শান্তি সমাবেশের’ আয়োজন করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। সেখানে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা প্রসঙ্গে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তাতে সমাবেশের কোনো বিঘ্ন ঘটেনি। জেলার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
এ বিষয়ে ময়মনসিংহ ১নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওয়াজেদ আলী বলেছেন, দর্শক সারিতে কিছু উত্তেজিত ছেলেরা চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি করেছে। তবে, পুলিশ দ্রুত ঘটনা নিয়ন্ত্রণে আনে।