যশোরে গুলিতে ইউনিয়ন যুবলীগ সভাপতি নিহত
যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের গুলিতে নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকরের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার টেকারঘাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত উদয় শংকর পাঁচাকড়ি গ্রামের রনজিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, সকালে বাজার করতে বের হলে অজ্ঞাত দুর্বৃত্তরা উদয় শংকরকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজের রেফার করা হয়। সেখানে তিনি মারা গেছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে প্রশাসনের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে অনুসন্ধান করছেন।