নেত্রকোনায় আমনের ক্ষেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষকরা
নেত্রকোনার বিভিন্ন উপজেলায় উঠতি আমনের ক্ষেতে ইঁদুরের উৎপাতে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। নেত্রকোনা সদর, বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দা, কেন্দুয়াসহ ১০ উপজেলার অধিকাংশ আমন ধানের ক্ষেতে ইঁদুরের উৎপাত বেড়েছে। উপজেলাগুলোতে এ বছর এক লাখ ৩৪ হাজার ৯০০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে।
জানা গেছে, ইঁদুর নিধন করার জন্য ফসলি ক্ষেতে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না। সনাতন পদ্ধতিতে মাঠে কলাগাছ লাগিয়ে, সুতায় পলিথিন বেঁধে ও টিনসহ নানা রকম শব্দ করে ফসল রক্ষার চেষ্টা চলছে। এমনকি সর্বোচ্চ ইঁদুর নিধনকারীদের জন্য পুরস্কারও ঘোষণা করেছে কৃষি বিভাগ।
নেত্রকোনা সদর উপজেলার শিবপুর গ্রামের কৃষক মৌলা মিয়া বলেন, ‘কিছুদিন আগে হঠাৎ করে বৃষ্টিতে আমন ফসলের ক্ষতি হয়েছে। এখন আবার ইঁদুরের যন্ত্রণা। ফলন্ত ধানের গাছ কেটে ফেলছে ইঁদুর।’
বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের কৃষক সন্তোষ সরকার জানান, ইঁদুরের উপদ্রব অনেক বেড়েছে। পলিথিনের ব্যাগ দড়ি দিয়ে টানিয়ে ফাঁদ বানিয়ে ও টিনের বাক্সে আওয়াজ করে ফসল রক্ষার চেষ্টা করা হচ্ছে।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘প্রতি বছর আমন মৌসুমে ফসলি ক্ষেতে এই ধরনের ইঁদুরের উৎপাত দেখা দেয়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন উপজেলায় কৃষকদের ইঁদুরনাশক বিষ দেওয়ার কথা বলি। বিভিন্ন উপজেলায় সচেতনামূলক কাজ করে যাচ্ছি। পাশাপাশি সর্বোচ্চ ইঁদুর নিধনকারীদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দিয়েছি।’