ময়মনসিংহে স্টিল আর্চ ব্রিজ উদ্বোধন বৃহস্পতিবার
ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত দেশের দীর্ঘতম ৩২০ মিটার স্টিল আর্চ ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ভার্চুয়ালি এই ব্রিজ উদ্বোধন করবেন তিনি।
ব্রিজটি নির্মাণে ব্যয় হচ্ছে তিন হাজার ২৬৩ কোটি টাকা। একই সময় খাগডহর এলাকায় এক হাজার ৮৪২ কোটি টাকা ব্যয়ে এক হাজার ৪৭১ মিটার র্দৈঘ আরেকটি আংশিক স্টিল সেতুর নির্মাণকাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার দুপুরের ময়মনসিংহের জেলা প্রশাসক মেস্তাফিজার রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় সড়ক বিভাগের অতিরিক্ত পরিচালক, পিডি, নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, ময়মনসিংহ জোনের ৪০টি সেতুর মধ্যে ময়মনসিংহ জেলাতেই রয়েছে ২৩টি। যার দৈর্ঘ ৯০৩ মিটার, প্রাক্কলিত ব্যয় ১৭৯ কোটি টাকা। এ ছাড়া ময়মনসিংহ বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেল ও ভার্চুয়াল ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে।