ছাত্রদলনেতা কাজী জিয়া উদ্দিন রিমান্ডে
রাজধানীর রমনা থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দীন বাসিতের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই আদেশ দেন।
এদিন ঢাকার সিএমএম আদালতে ছাত্রদলনেতা কাজী জিয়া উদ্দীন বাসিতকে হাজির করে সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। অপরদিকে জিয়া উদ্দিনের রিমান্ড বাতিল এবং অপর আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গতকাল বুধবার রাজধানীর রমনা থানাধীন হোটেল মেরিনা ইন্টারন্যাশনাল লিমিটেডে অভিযান চালিয়ে জিয়া উদ্দীন বাসিতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরবর্তীতে এ ঘটনায় রমনা থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রিমান্ডে নেয় পুলিশ।