২৮ ডিসেম্বর বাধা দিলে সারা দেশে মহাসমাবেশ ছড়িয়ে পড়বে : এমরান সালেহ প্রিন্স
বিএনপির সাংগাঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ২৮ ডিসেম্বর বাধা দিলে সারা দেশে মহাসমাবেশ ছড়িয়ে পড়বে। বিএনপির সাংগঠনিক সম্পাদক আজ শনিবার (২১ অক্টোবর) দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় কারামুক্ত নেতাদের ফুলেল সম্বর্ধনা ও পূজামণ্ডপ পরিদর্শনের সময় এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সংঘাত সৃষ্টি করতে আসলে দায় তাদেরকেই বহন করতে হবে।’
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘২৮ অক্টোবরে পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে—ওবায়দুল কাদেরের এই উক্তি প্রমাণ করে তারা কতটা সীমাহীন অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, স্বৈরাচার, কর্তৃত্ববাদী এবং প্রতিহিংসাপরায়ণ সরকার।’
প্রিন্স আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনে রাখা উচিৎ—এটা ২০২২ এর ১০ ডিসেম্বর না। এবার তেমন কিছু করতে গেলে জনগণ তাদের ঘিরে ধরবে, আদর আপ্যায়ন করে দেবে। ১০ ডিসেম্বর, শাপলা চত্বরের ভয় দেখিয়ে লাভ নেই। ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় সমাবেশকে বানচাল করতে গিয়ে আওয়ামী লীগ নক আউট হয়ে গিয়েছিল। জনগণ দমন, নিপীড়ন উপেক্ষা করে তৎকালীন সময়ে স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ ঘটিয়ে সরকারের গালে চপটাঘাত করেছিল।’
বিএনপির এই নেতা বলেন, ‘দেশ জাতি ও গণতন্ত্রের চরম ক্রান্তিলগ্নে এক দফার আন্দোলন চূড়ান্ত ও যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। অগণতান্ত্রিক সরকার এই আন্দোলন দমন করতে গ্রাম-গঞ্জে নিরীহ, নিরাপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে রাতের অন্ধকারে গ্রেপ্তার করছে। আমরা রাজনৈতিক ও আইনি লড়াইয়ের মাধ্যমে কিছু নেতাকর্মীদের মুক্ত করেছি। নেতাকর্মীদের মুক্তি আন্দোলনের শক্তি, গণ-আন্দোলনে সাহস যোগাবে। তাদের আত্মত্যাগ আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।’