সাবেক যোগাযোগমন্ত্রী মরদেহে আ.লীগের পক্ষ থেকে শ্রদ্ধা
মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মরদেহে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬অক্টোবর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সামনে শ্রদ্ধা জানানো হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রের সিনিয়র নেতারা শ্রদ্ধা জানান। এর আগে আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও উপদপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আবুল হোসেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।