চাঁদপুরে ৭২ জেলে আটক, জাল-নৌকা জব্দ
মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করায় চাঁদপুরের পদ্মা ও মেঘনায় অভিযান চালিয়ে ৭২ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে গত ২৪ ঘণ্টায় চাঁদপুর নৌ সীমানার বিভিন্ন এলাকা থেকে এই জেলেদের আটক করা হয়।
অভিযানে তিন কোটি পাঁচ লাখ ৯৩ হাজার ৮৮০ মিটার জাল, ২৬টি জেলে নৌকা এবং ৬৭২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ ছাড়া আটক ৭২ জেলের মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাজুড়ে নৌ পুলিশের ছয়টি থানা ও ফাঁড়ি অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল জাল, নৌকা ও ইলিশ জব্দ এবং ৭২ জেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১৪টি মামলা ও দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক, তাদের মুচলেকা রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।