মুন্সীগঞ্জে সড়কের পাঁচ পয়েন্টে পুলিশের তল্লাশি
ঢাকার বড় দুই দল বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জের সড়ক-মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার (২৮ অক্টোবর) গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহজনক যাত্রীদের তল্লাশি করছে পুলিশ সদস্যরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর উত্তর থানা প্রান্ত, শ্রীনগরের ছনবাড়ী, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর ও মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু সংলগ্ন সড়কে তল্লাশি চৌকিগুলোতে কাজ করছে পুলিশ।
শনিবার সকাল থেকে মহাসড়কে গণপরিবহণ কিছুটা কম চলাচল করতে দেখা গেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এটা আমাদের নিয়মিত চেকপোস্ট। অবৈধ মালামাল ও পরিবহণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর সঙ্গে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশের কোনো সম্পর্ক নেই।’