বিএনপির লক্ষ্য নির্বাচন বানচাল : কামাল হোসেন
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘বিএনপির লক্ষ্য নির্বাচনকে বানচাল করা, পরাজয় জেনে তারা নির্বাচনে আসতে চায় না।’
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল হোসেন এ কথা বলেন।
এস এম কামাল হোসেন বলেন, ‘বিএনপি নির্বাচন চাইলে এমন সন্ত্রাস করত না। সন্ত্রাস করা, অগ্নিসংযোগ, মানুষ হত্যা ও নৃশংসতা করা বিএনপির আসল চরিত্র। গত ২৮ অক্টোবর সমাবেশের নামে তাদের নৃশংসতা দেশ-বিদেশের মানুষ দেখেছে। তারা পুলিশ-সাংবাদিক কাউকেই ছাড় দেয়নি।’
কামাল হোসেন আরও বলেন, ‘যত ষড়যন্ত্র হোক না কেন, যথা সময়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবেন না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করবে আওয়ামী লীগ। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না।’
এ সময় এস এম কামাল হোসেন আগামী ১১ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।