জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা হলেন ১০ম শ্রেণির ছাত্রী
ঝিনাইদহ জেলা পরিষদের এক ঘণ্টার জন্য প্রতীকী নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করল ফারিয়া মল্লিক। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ দায়িত্বভার পালন করে সে।
ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও ঝিনাইদহ জেলা পরিষদের যৌথ আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নারীর ক্ষমতায়নে উদ্বুদ্ধ করতেই মূলত এ আয়োজন।
জেলা পরিষদের এক ঘণ্টার প্রতীকী সচিব ফারিয়া মল্লিক ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। এনসিটিএফের ইয়েস গ্রুপের সদস্য সে। রাষ্ট্রীয় এমন একটি গুরুত্বপূর্ণ চেয়ারে এক ঘণ্টার জন্য বসতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি বলে জানায় সে।
ফারিয়া বলে, ‘নারীরা সবই পারে। নারী-পুরুষের বৈষম্য দূর হওয়া দরকার। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিও একজন নারী। আমরা যদি সুযোগ পাই সব কাজই করতে পারি। এক ঘন্টায় রাষ্ট্রিয় অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন দাপ্তরিক ফাইল দেখার সুযোগ হয়েছে আমার।’
ঝিনাইদহ এনসিটিএফের ভলান্টিয়ার ও সাউথইস্ট বিশ্বাবিদ্যালয় পড়ুয়া তামান্না ইজাহান প্রেমা জানান, নারী-পুরুষ যদি একসঙ্গে কাজ না করে তবে দেশ পিছিয়ে যাবে। সব ক্ষেত্রে নারীদের সমান সুযোগ দিতে হবে। বলব, নারীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে ।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, খুবই সুন্দর একটি আয়োজন। পিছিয়ে পড়া নারীদের এগিয়ে আসতে অবশ্যই এ ধরনের অনুষ্ঠান উৎসাহ জোগাবে। নারী ও পুরুষের সমতাই দেশকে এগিয়ে নিতে পারে।