বিএনপি তালেবানি কায়দায় কর্মসূচি শুরু করেছে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কর্মসূচির ঘোষণার সঙ্গে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ঘোষণার কোনো তফাৎ দেখা যাচ্ছে না। বিভিন্ন দেশে যেসব নিষিদ্ধ সংগঠনগুলো যেভাবে কর্মসূচি ঘোষণা করে, সেই আদলেই তারা কর্মসূচি ঘোষণা করছে। বিএনপি তালেবানি কায়দায় কর্মসূচি ঘোষণা করা শুরু করেছে।
তথ্যমন্ত্রী আজ রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় মন্ত্রী সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
বিএনপির অবরোধ কর্মসূচির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আফগানিস্তানে তালেবান যখন ক্ষমতায় ছিল না, তখন তারা যেভাবে কর্মসূচি ঘোষণা করতো ঠিক একই কায়দায় অনলাইনে এখন কর্মসূচি ঘোষণা শুরু করেছে বিএনপি। আমরা বহুবছর বিরোধী দলে ছিলাম। আমি নিজেও ১৬ বছর বয়স থেকে কলেজে ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। পিকেটিং করার সময় আমরা বড়জোর রিকশার পাম্প ছেড়ে দিতাম। এরপরও পুলিশ আমাদের লাঠিপেটা করতো।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি একটি চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে। এ দলটি এখন আর কোনো রাজনৈতিক দল নয়। আমরা এই দলটি সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনে আওতায় আনবো। আমরা দেশকে অস্থিতিশীল করতে দেব না।