ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে মামলা
সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পল্লীতে প্রতিবন্ধী এক নারীকে (৩৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার (৬ নভেম্বর) রাতে ভুক্তভোগী নারীর ছোট ভাই বাদী হয়ে তাড়াশ থানায় মামলাটি করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক সঞ্জিত কুমার উরাও (২২) পলাতক রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ওই নারী শারীরিক পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি দিয়েছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবক সঞ্জিত কুমার উরাওকে গ্রেপ্তারে চেষ্টা হচ্ছে।
অভিযুক্ত সঞ্জিত কুমার উরাওয়ের বাড়িও তাড়াশ উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পল্লীতেই।
মামলার বাদী ও ভুক্তভোগীর ছোট ভাই জানান, গত ২৩ অক্টোবর রাত ১০টার দিকে তাঁর বোন প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। অনেকক্ষণ পর তিনি ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীর গোয়াল ঘরে গিয়ে তাঁর বোন ও অভিযুক্ত সঞ্জিতকে আপত্তিকর অবস্থায় দেখেন। এ সময় সঞ্জিতকে ঝাপটে ধরে চিৎকার শুরু করলে তিনি পায়ের স্যান্ডেল ও পরনের গেঞ্জি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাটি তার পরিবার গ্রাম্য মাতব্বরদের জানানো হয়।
মামলার বাদী আরও জানান, ঘটনার পর সঞ্জিতের চাচা স্থানীয় ইউপি সদস্য মিলন চন্দ্র সরকার মামলা করতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে মীমাংসার কথা বলেন। পরে গ্রাম্য শালিসে বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠক হয়। কিন্তু কোনো মীমাংসা না হওয়ায় মামলা করতে দেরি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় মাধাইনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মিলন চন্দ্র সরকার জানান, অভিযুক্ত সঞ্জিত আর ভুক্তভোগী প্রতিবন্ধী তরুণী প্রতিবেশী। ঘটনাটি নিজেদের মধ্যে হওয়ায় গ্রাম্য শালিসে সমাধান করার চেষ্টা করা হয়েছিল।