পিরোজপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১১
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের কাছে আসামি ছিনতাইয়ের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে করা মামলায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি চাপাতি উদ্ধার করে পুলিশ।
পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি জানানো হয়।
পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহামন জানান, গত সোমবার রাতে মঠবাড়িয়া পৌরসভার সামনে থেকে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সমর্থক ও কিশোর গ্যাং লিডার মো. সোহেলকে আটক করে পুলিশ। আটকের পর পরই সেখানে থাকা ৩০ থেকে ৪০ জন পুলিশের কাছ থেকে সোহেলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও পায় মঠবাড়িয়া পুলিশ। সিসিটিভি ক্যামেরায় আসামি ছিনতাইয়ের ঘটনাটি রেকর্ড হয়।
ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও তার সঙ্গে থাকা লোকজন পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় পুলিশের কাছে থেকে একজনকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে, এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস বাদী হয়ে একটি মামলা করেন। এ ছাড়া মঠবাড়িয়া থানায় আরও দুটি অস্ত্র মামলাও করে পুলিশ। পরে যৌথ অভিযান চালিয়ে ওই ১১ জনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, ‘সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।’