এমপি প্রার্থী হতে উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি। আজ বুধবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
গাজী শফিকুল ইসলাম শফি উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য।
শফি বলেন, ‘আইনে বলা আছে একটি পদে থেকে আরেকটি পদে যাওয়া যাবে না। পদত্যাগ করে যেতে হবে। যেহেতু আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইব, এ জন্য গত ৬ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। এর আগে ২০০৮ সালের নির্বাচনে আমি মনোনয়ন পেয়ে বিজয়ী হয়েছি। এবারও নেত্রী আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হবো।’
গাজী শফিকুল ইসলাম শফি ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন এবং ২০১৮ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।