বিদেশি জাহাজ থেকে পাচারকালে জ্বালানি তেলসহ আটক ২
মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ট্রলারে করে জ্বালানি তেল (ডিজেল) পাচারের সময় জব্দসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশুর নদ সংলগ্ন মোংলা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মোংলা বন্দরের হারবাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে সংঘবদ্ধ পাচারকারীরা ডিজেল ট্রলার বোঝাই করছে—এমন গোপন খবর আসে মোংলা থানা পুলিশের কাছে। এই সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার সঙ্গীয় ফোর্স নিয়ে পশুর নদীতে অভিযানে নামেন। এরপর রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত যেতে দেখে সেটিকে চ্যালেঞ্জ করেন অভিযানকারীরা। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা ট্রলার চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোংলা নদীর পাড় থেকে হেলাল মৃধা (৩০) ও রনিকে (২৫) হাতেনাতে আটক করে পুলিশ।
আটক হেলাল মৃধা ও রনির বাড়ি মোংলা পৌর শহরের শ্রমকল্যাণ রোড সংলগ্ন বালুর মাঠ ও কবরস্থান রোডের নতুন কলোনি এলাকায় বলে জানায় পুলিশ। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ১৮ ড্রাম ডিজেল জব্দ করে পুলিশ।
এ জ্বালানি তেল পাচারের মূল হোতা কারা, তাদের তথ্য জানতে হেলাল মৃধা ও রনিকে রাতে জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, মোংলা দেশের একটি বৃহত্তর সমুদ্র বন্দর। এখানে দেশি-বিদেশি মালামাল পাচারকারী কয়েকটি চোরাচালানি সিন্ডিকেট তৎপর। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ডিজেল, গম, চাল, কয়লা, সারসহ বিভিন্ন যন্ত্রাংশ পাচার করছে—এমন তালিকা রয়েছে পুলিশের কাছে। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে বহু মালামাল জব্দ হয়েছে। গতকাল রাতেও পশুর নদে অভিযান চালিয়ে চোরাই তেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।