রিমান্ড শেষে আদালতে বিএনপিনেতা শাহজাহান ওমর
রাজধানীর গাউছিয়া মার্কেটের যাত্রী ছাউনীর সামনে মিরপুর সুপার লিংক বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে চার দিনের রিমান্ড শেষে শাহজাহান ওমরকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
নথি থেকে জানা গেছে, গত রোববার ঢাকার সিএমএম আদালত শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ৪ নভেম্বর ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
নথি থেকে জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানাধীন গাউছিয়া মার্কেটের যাত্রী ছাউনীর সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন।