দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। উপজেলার বিজিবি ক্যাম্পের সীমান্ত ক্যাফের সামনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর গুচ্ছো গ্রামের বাসিন্দা পিকআপ ভ্যান চালক নায়েব আলী (৪৫) ও তার সহকারী (হেলপার)। তবে, হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি ক্যাম্পের সীমান্ত ক্যাফের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। পরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের ভ্যানের চালক ও হেলপার মারা যান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানগুলো থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’