হরতাল-অবরোধের প্রতিবাদে মানিকগঞ্জে আ.লীগের শান্তি সমাবেশ
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকে হরতাল, অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চল নটাখোলা উচ্চবিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন। এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মহিউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে আর বিএনপি ধ্বংসের রাজনীতি করে। সারা দেশে হরতাল-অবরোধের নামে যানবাহনে ধ্বংসযজ্ঞ করে জনগণের জানমালের ক্ষতি করে।’
সমাবেশে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, ‘আপনাদের চরাঞ্চলে এসে মনটা ভারাক্রান্ত হয়েছে। এখনও বাংলাদেশে এত অনুন্নত, এত অবহেলিত এলাকা আছে, তা এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দেয় জয়ী হয়ে আপনাদের এলাকার পরিবর্তন ঘটিয়ে দেব। আর যদি না পারি তাহলে আপনাদের এলাকায় আমাকে ঢুকতে দেবেন না।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ হাসান ইমাম বাবু মিয়া, দিলিপ কুমার রায়, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান রমজান আলী, সাবেক পৌর মেয়র মীর মো. শাহাজাহান, যুগ্ম সম্পাদক সায়েদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, জেলা পরিষদ সদস্য তমিজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়াসহ আরও অনেকে।