এশিয়ার বৃহত্তম সার কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প ও সার কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১২ নভেম্বর) দীর্ঘ ১৯ বছর পর নরসিংদীতে এ সার কারখানায় যান তিনি। তার সাথে রয়েছেন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এ সময় প্রধানমন্ত্রী পুরো কারখানাটি ঘুড়ে দেখেন। কীভাবে সার উৎপাদন হয় তাও পর্যবেক্ষণ করেন। এরপর শেখ হাসিনা এ সার কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। নরসিংদীতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন শেষে নরসিংদী সদর উপজেলার মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।