বিআরটিসি বাসে আগুন : আদালতে তিন বিএনপিকর্মীর স্বীকারোক্তি
রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় তিন বিএনপিকর্মী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এই স্বীকারোক্ত দেন আসামিরা।
আসামিরা হলেন—হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫)।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জবানবন্দি রেকর্ড করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাতে মিরপুর-১০ নম্বরে যানজটে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে বাসটির তিনটি সিট পুড়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজধানীর মিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।