অবরোধ সমর্থনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি ও যুবদল এ মিছিল করে।
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে মিছিলটি ফুলবাড়ীয়ার পুরাতন বাসস্ট্যান্ট এলাকা থেকে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার হয়ে ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়ক প্রদক্ষিণ করে।
নেতারা বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করা হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ডাকা অবরোধ পালনে দলীয় নেতাকর্মীসহ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।