বিএনপিনেতা জাহাঙ্গীরসহ ৭৫ জনকে কারাদণ্ড
রাজধানীর উত্তরা পূর্ব থানায় নাশকতার অভিযোগে করা মামলায় উত্তরা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরসহ ৭৫ জনকে পৃথক তিন ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এই রায় ঘোষণা করেন।
এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে নিশ্চিতে করে বলেন, এ মামলায় কারাগারে আটক জাহাঙ্গীরসহ তিনজনকে আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষ। এরপরে তাদের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।
পিপি আরও বলেন, এ মামলায় ৭২ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া পলাতক আসামিদের মধ্যে কেউ মারা গেলে তাদের বিরুদ্ধে সাজা কার্যকর হবে না।
নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা করে পুলিশ। মামলার পরে ঢাকার সিএমএম আদালতে ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।এর পরে মামলাটি বিচারের জন্য এই আদালতে আসে।