আন্দোলনকারীরা এক ঘণ্টা আটকে রাখল বিজয় এক্সপ্রেস
বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহের পরিবর্তে জামালপুর করার প্রতিবাদে এক ঘণ্টা আটকে রেখে প্রতিবাদ করেছে ময়মনসিংহের নানা শ্রেণি-পেশার মানুষ। আজ শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল থেকেই ময়মনসিংহ রেলস্টেশনে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা।
নাগরিক সমাজের ব্যানারে সন্ধ্যার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেন ৫টা ৫০ মিনিটের সময় ময়মনসিংহ রেল স্টেশনের পৌছে। পরে রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন আটকে দেয় আন্দোলনকারীরা। প্রশাসনের আশ্বাসে অবস্থান ছেড়ে দিলে ট্রেন সন্ধ্যা সাড়ে ৬টার পর জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।
১ ডিসেম্বর থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষের এক প্রজ্ঞাপনে স্টার্টিং পয়েন্ট জামালপুর রেলস্টেশন থেকে বলে জানানো হয়। এর প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছে ময়মনসিংহের নানা শ্রেণি-পেশার মানুষ।