ময়মনসিংহে ছাত্রদলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
ময়মনসিংহে আজ সোমবারের (৪ ডিসেম্বর) অবরোধ সমর্থনে বিএনপি, ছাত্রদল ও যুবদল গতকাল রোববার রাতে আলাদা মশাল মিছিল ও পিকেটিং করেছে। এ সময় ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ছাত্রদলের নেতারা হলেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শুভ চন্দ দে (৩০), যুগ্ম সহসাধারণ সম্পাদক খাইরুল আলম শাকিল (৩০) ও মহানগর ছাত্রদলকর্মী আকরাম (২৪)। গতকাল রাতে শম্ভুগঞ্জে রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ এবং পরে একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টার সময় ছাত্রদলের এই তিন নেতাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ আজ দুপুরে এই খবর নিশ্চিত করেছেন।
অন্যদিকে একই সময়ে হরতালের সমর্থনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামনের নেতৃত্বে পলিটেকনিক মোড় থেকে চরপাড়া এলাকায় মশাল মিছিল করা হয়েছে। মিছিলে দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। আজ সকালে শহরের বাইপাস সড়কে দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়।