প্রাথমিক শিক্ষক নিয়োগে ডিভাইস ব্যবহার-বদলি পরীক্ষা, আটক ১৮
দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার ও বদলি পরীক্ষা দেওয়ার সময় ১৮ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সারা দেশে জেলায় জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে ১৬ পরীক্ষার্থীর কাছ থেকে জব্দ করা হয়েছে তথ্য আদান-প্রদানের কাজে ব্যবহৃত ১৬টি ডিভাইস। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ৫৪টি কেন্দ্রে অংশ নিয়েছিল ৩৮ হাজার ৯ প্রার্থী। পরীক্ষা চলাকালে ডিভাইস ব্যবহার করে নকল করার সময় ১৬ জনকে এবং বদলি পরীক্ষা দেওয়ার ঘটনায় আরও দুজনকে প্রথমে বহিষ্কার এবং পরে তাদের আটক দেখানো হয়েছে।
নজরুল ইসলাম বলেন, উদ্ধার করা হয়েছে তথ্য আদান-প্রদানে সহায়ক ১৬টি ডিভাইস। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।