রায়হানা হক এবার কিশোরগঞ্জ জেলার জয়িতা নির্বাচিত
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবার ভৈরব উপজেলা ও কিশোরগঞ্জ জেলা পর্যায়ে ‘জয়িতা’ সম্মাননা পেলেন ভৈরবের কৃতি শিক্ষক রায়হানা হক। শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উত্তরীয় পরিয়ে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
রায়হানা হক কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের বাঁশগাড়ি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর আগে তিনি একাধিকবার উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
বহুমুখী প্রতিভার অধিকারী এই গুণিশিক্ষক বিশ্বের ৩৫টিরও বেশি দেশের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে সংযুক্ত থেকে শিক্ষার তথ্য-উপাত্ত বিনিময় করে স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছেন। অর্জন করেছেন দেশ ও বিদেশের অসংখ্য পুরস্কার, স্বীকৃতি।
দেশি-বিদেশি বিভিন্ন সংবাদপত্রে শিক্ষাব্যবস্থা নিয়ে রায়হানা হক লিখেছেন বিভিন্ন আর্টিকেল। তাঁকে নিয়েও আবার অনেকে লিখেছেন। ইতোমধ্যে তিনি জাপান, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম ও সিঙ্গাপুরে শিক্ষাবিষয়ক বিভিন্ন ট্রেনিংসহ সেমিনারে অংশ নিয়েছেন। অর্জন করেছেন অভিজ্ঞতা। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ ওইসব দেশের শিক্ষকরাও তাঁর স্কুলে সফরে এসেছেন।
রায়হানা হকের এসব কর্মকাণ্ড নিয়ে ২০২১ সালের গোড়ার দিকে দেশের শীর্ষ মোবাইলফোন কোম্পানি গ্রামীণফোন তাদের নেটওয়ার্কের বিস্তার নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করে। এতে দেশ-বিদেশে তিনি বেশ পরিচিতি লাভ করেন।