সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ১২
ঝালকাঠির রাজাপুরে আলোচিত সংঘদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রবিউল হাওলাদারসহ বিভিন্ন মামলার পলাতক ১২ আসামিকে গ্রেপ্তার হয়েছে। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে এসব আসামি গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, রাজাপুর উপজেলার কৈবর্তখালী এলাকায় গত ৯ সেপ্টেম্বর এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়। মামলার প্রধান আসামি রবিউল হাওলাদারকে (৩০) গতকাল রাতে ঢাকার উত্তরা থেকে আটক করে র্যাব-১। আজ দুপুরে রবিউলকে রাজাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে গতকাল রাতে রাজাপুর ও কাঁঠালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে জেলার পৃথক স্থান থেকে অস্ত্রসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।