ছাত্রলীগনেতার ঘুষিতে স্কুলছাত্র নিহতের অভিযোগ
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান তালুকদারের ঘুষিতে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রেজাউল করিম টিটু (১৭) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র রেজাউল উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিমপাড়া গ্রামের মো. আলীর ছেলে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
নিহত রেজাউলের চাচা মো. আব্দুল হাকিম বলেন, ‘স্থানীয় আইয়ুব আলী খানের ছেলে রোমান সাড়ে ১১টার দিকে আমাদের কারো সঙ্গে আলাপ-আলোচনা না করে হঠাৎ করেই ভেকু নিয়ে এসে জমি থেকে মাটি তুলতে থাকেন। পরে গ্রামের লোকজন সবাই জড়ো হয়ে তাকে মাটি কাটতে নিষেধ করলে সে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় গুণ্ডাপাণ্ডার ভয়-ভীতি দেখাতে থাকে এবং তার লোকজনকে ডাকাডাকি শুরু করে। পরে আমরা এলাকাবাসী সবাই উপস্থিত হলে সেখানে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রোমান আমার ভাতিজা রেজাউলকে হঠাৎ করে ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। মরদেহ থানায় আছে। নিহত যুবকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’