ভোলায় এনটিভির কম্বল বিতরণ, খুশি শীতার্ত মানুষ
শীতের শুরুতেই হিমেল ঠাণ্ডায় যখন দ্বীপ জেলা ভোলার অসহায় মানুষেরা কষ্ট পাচ্ছে, ঠিক তখনই কম্বল নিয়ে হাজির বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয় কম্বল। কম্বল পেয়ে এনটিভির চেয়ারম্যানসহ সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি শীতার্ত মানুষেরা। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধান অতিথি থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন, ইউপি সদস্য মো. ফেরদৌস, মহিলা মেম্বার সালমা বশার, বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহীদ হোসেন তালুকদার, প্রতিষ্ঠানের সব শিক্ষক ও স্থানীরা উপস্থিত ছিলেন।
শীতের মধ্যে রাতেই ঘরে ঘরে গিয়ে এনটিভির কম্বলের জন্য কার্ড দিয়ে আসা হয় অসহায় মানুষদের কাছে। রাতে নিজ ঘরে বসে কম্বলের কার্ড পেয়ে খুশিতে আত্মহারা শীতার্তরা। তারা বলেন, এভাবে রাতে কষ্ট করে কেউ কম্বলের কার্ড দিয়ে যায় না। এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসাদ্দেক আলীর জন্য দোয়া করি।
ইউপি সদস্য মো. ফেরদৌস বলেন, ‘কম্বলতো অনেকেই বিতরণ করে। তবে এনটিভির কম্বলের মান অনেক ভালো। এমন কাজ এর আগে কোনো টিভি করেনি। তাই এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসাদ্দেক আলীর জন্য দোয়া করি। তিনি সব সময় নতুন কিছু করেন। যা এবারও করেছেন।’
ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ বলেন, ‘এনটিভি একটি ভালো ও মহৎ কাজ করছে। এনটিভির মত সবাই এগিয়ে এলে অসহায় মানুষের পাশে অন্তত একটি কম্বল নিয়ে দাঁড়ানো সম্ভব। টিভি চ্যানেল হিসেবে এনটিভির এমন কাজ খুবই প্রশংসার দাবি রাখে।’
ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসাদ্দেক আলীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এনটিভি একটি মহৎ কাজ করেছে। এভাবে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। ভোলায় এনটিভির যে উদ্যোটি শুরু হয়েছে ,তা চলমান রাখা প্রয়োজন।’