নড়াইলে মাদকসহ একজন গ্রেপ্তার
নড়াইলে নিজ বাড়ির উঠান থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের নিজ বাড়ি থেকে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি মাদক কারবারি।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম টোকন মোল্লা (৫১)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টোকন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেড়শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।