মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮
ডাকাতির প্রস্তুতির সময় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশিয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে জেলার সিরাজদিখানের ইছাপুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডাকাতদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, পাঁচটি লোহার রড ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাকতলা গ্রামের পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকড়িমুকড়ি গ্রামের মো.জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের মো. শাকিল (২৩), শাকিলের ভাই হৃদয় হাওলাদার (২৪), একই উপজেলার চর মালিয়া গ্রামের মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের সখিপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আহমেদ সবুজ (২৯) ও পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস (৩৯)।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় দেশিয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। ডাকাতদলের সদস্যদের কাছ থেকে দেশিয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’