কেরাণীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
কেরাণীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নাজিরপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান হাফিজের বাড়িতে আজ বৃহস্পতিবার ভোরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকাসহ আনুমানিক সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এই ঘটনার খবর পেয়ে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির দ্বিতীয়তলার জানালার গ্রিল কেটে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে। এরপর নগদ দেড় লাখ টাকাসহ আনুমানিক সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এছাড়া বাড়ির লোকজনদেরকে একটি ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ সময়ে তাদের সাথে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল।
কেরাণীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শহিদুল ইসলাম বলেন, আজ (বৃহস্পতিবার) ভোররাতে নাজিরপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাজাহান সাহেবের বাড়িতে ডাকাতির খবর পেয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করি। বিভিন্ন ঘরের মালামাল ভাঙচুরের দৃশ্য পরিদর্শন করি। এই ঘটনার খবর পেয়ে কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মোস্তফা কামাল সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। ডাকাতদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে।