লিফলেট বিতরণ করলে হাত কেটে ফেলার নির্দেশ আ.লীগনেতার
‘রাজাকার-আলবদর-বিএনপির লোক যদি লিফলেট দিয়ে বলে নির্বাচনে যাবেন না, ধরবেন। হাত কেটে ফেলবেন। ডাইরেক্ট অর্ডার।’ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্চ-তাড়াশ) আসনে নির্বাচনি মতবিনিময় সভায় এমন নির্দেশ দেন তাড়াশ উপজেলার মাধাই নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
গত শনিবার (৩০ ডিসেম্বর) রাতে মাধাই নগর ইউনিয়র পরিষদ কক্ষে নির্বাচনি মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাবিবুর রহমান হাবিব এ নির্দেশ দেন। তাঁর এই বক্তব্য ফেসবুক ও ম্যাসেঞ্জারে ছড়িয়ে পড়েছে। তাঁর ৫৯ সেকেন্ডের বক্তব্য এনটিভির সিরাজগঞ্জ প্রতিনিধির হাতে এসেছে।
ফেসবুক ও ম্যসেঞ্জারে ছড়িয়ে পড়া ভিডিওতে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবকে বলতে শোনা যায়, ‘আমি বলে যাই, যদি এই ধরনের রাজাকার-আলবদর-বিএনপির লোক লিফলেট দিয়ে বলে নির্বাচনে যায়েন না, তাদের ধরেন। হাত কেটে ফেলবেন। এ সময় নেতাকর্মীরা ঠিক, ঠিক বলে চিৎকার করে এবং হাত তালি দেয়।’
ভিডিওতে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব আরও বলেন, ‘আপনি নির্বাচনে আসবেন না, কথাও বলবেন না, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের বারবার ডাকছে, আসেন নির্বাচন করেন। ভালো লাগে না। নির্বাচনে যাবেন না। বাধা দেওয়ার চেষ্টা করছেন। তারা এই বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করছে। খাম্বা বানাইয়া লন্ডনে বসে আছেন। আপনারা কি করেছেন, দেশের মানুষ জানে।’
এ বিষয়ে তাড়াশ উপজেলার মাধাই নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছি। সেখানে আমি বক্তব্য দিয়েছি। মতবিনিময় সভাটি ছিল গোপনীয়। নেতাদের বক্তব্য ভাইরাল করলেই মনে করে নেতা হওয়া যায়।’
এ বিষয়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার বলেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের বক্তব্য তার ব্যক্তিগত। এতে দলের কোনো সম্পৃক্ততা নেই। দলের কোনো নির্দেশনা নেই।