কুষ্টিয়ায় নারী সংসদ সদস্যের বাসার কাছে বোমা বিস্ফোরণ
কুষ্টিয়ার মিরপুরে নারী সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের বাসভবন সংযুক্ত মার্কেটের ছাদে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিকট শব্দে এ বোমার বিস্ফোরণ ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টার কিছুক্ষণ আগে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। বোমাটি মিরপুরে জেলা পরিষদ ডাকবাংলোর কাছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের বাসা সংযুক্ত একতলা মার্কেটের ছাদে বিস্ফোরিত বোমার খণ্ডাংশ দেখা গেছে।’
ওসি আরও বলেন, বোমায় মার্বেলের অংশবিশেষ পাওয়া গেছে। এটি ছোট আকারের একটি হাত বোমা। বিস্ফোরণের সময় নারী সংসদ সদস্য বাসায় ছিলেন না। তিনি ঢাকায় অবস্থান করছেন। বাসায় তার ছেলে সৈয়দ কামরুল আরিফিন অবস্থান করছিলেন। তিনি শব্দ শুনেছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন বলে পুলিশকে জানিয়েছেন।
সৈয়দ কামরুল আরিফিন এবার কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ে তাঁর প্রর্থিতা বাতিল হয়ে যায়। মিরপুর ও ভেড়ামারা উপজেলা মিলিয়ে কুষ্টিয়া-২ আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগনেতা কামারুল আরিফিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। তবে বিস্ফোরণের সঙ্গে নির্বাচনের সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।