সিরাজগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকায় সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ট্রাকচালক বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়ে পুলিশ।
আজ শনিবার (৬ জানুয়ারি) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকচালক রুস্তম আলী বলেন, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলাম। ভোর রাতে ট্রাকটি সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজ এলাকায় পৌছালে ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে হেলপার রনি ও আমি ট্রাকটি দাঁড় করিয়ে ইঞ্জিন মেরামতের চেষ্টা করি। এ সময় মুখে মাস্ক পরা কয়েকজন লোক এসে পেট্রল ঢেলে ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের ভয় দেখায়। ট্রাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তারা পালিয়ে যায়। এরপর ৯৯৯ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা চলে আসে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আগুনে ট্রাকের কেবিন পুড়ে গেছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় চালক বাদী হয়ে মামলা করতে থানায় এসেছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।