ভোটকেন্দ্রের সামনে আগুন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুটি ভোটকেন্দ্রের সামনে আগুন ধরিয়ে ডামি এক দলীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ভোটকেন্দ্রের সামনে আগুন ধরিয়ে এ প্রতিবাদ জানায়।
কেন্দুয়া পৌরশহরের পারভীন সিরাজ মহিলা কলেজ ভোট কেন্দ্রের মূল গেইটের সামনের সড়কে আগুন ধরিয়ে নির্বাচন বাতিলের দাবি জানান জেলা বিএনপিনেতা কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলালের সমর্থকরা।
পরে তারা উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী সাইফুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। এর আগে গতবাল শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, খবর পেয়ে রাতেই ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছি। ওইসব ভোটকেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশ ও আনসারসহ সংশ্লিষ্টরা ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনে পুড়ে দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।