নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, বিএনপির ৭৪ নেতাকর্মীর নামে মামলা
নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পৌর এলাকার ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম বাবলু বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে মামলাটি করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সম্পাদক শামীম খান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৩ নং ওয়ার্ডে চররায়পুর পুর্বপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাত আরা হেনরীর নির্বাচনি ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা ক্যাম্পে হামলা চালায়। এ সময় ক্যাম্পের চেয়ার টেবিল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।