তেজগাঁওয়ে বস্তির অগ্নিকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
আজ শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার সিয়ির স্টাফ অফিসার শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, ‘কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। সদস্য সচিব করা হয়েছে ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে। এ ছাড়া সদস্য করা হয়েছে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক, উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম ও তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিনকে।
আজ শনিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন শেষে মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছিলেন, ‘বস্তিতে সাধারণত গ্যাস লিকেজ কিংবা শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে থাকে। এ বস্তিতেও একই কারণে আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। তবে, আমরা তদন্তের মাধ্যমে জানতে পারব, আসলে কী কারণে আগুন লেগেছে। এ ঘটনায় দুজন মারা গিয়েছেন। ৩০০টি ঘর পুড়েছে।’
শুক্রবার দিনগত রাত ২টা ২৩ মিনিটে বস্তিটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সংস্থাটির ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।