সড়ক দুর্ঘটনায় আইনজীবী সহকারীর মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেছারউদ্দিন হাওলাদার (৩৫) নামে এক আইনজীবী সহকারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভুরঘাটা সড়কে মাহেন্দ্র ও মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ সকালে জজ কোর্টে আসার সময় কালকিনি-ভুরঘাটা সড়কে মাহেন্দ্র ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা মাহেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে জনতার ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়।
নেছার উদ্দিন পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে। তিনি মাদারীপুর জজ কোর্টে আইনজীবী সহকারী হিসেবে নিয়োজিত ছিলেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।