বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বালক বিভাগে রাজবাড়ী সদর উপজেলার ১নং গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
আজ রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন।
দিনের প্রথম খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৫নং চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে হারিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
দিনের অপর খেলায় বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবলে বালক বিভাগে রাজবাড়ী সদর উপজেলার ১নং গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা খেলোড়ায়দের হাতে পুরস্কার তুলে দেন।