গোপালগঞ্জে শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
গোপালগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার আল-বেলী আফিফা মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।
এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সংবর্ধিত সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এস এম মাহফুজুল হক নুরুজ্জামান ও এসএম মনিরুজ্জামান, মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদর সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।